ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি?
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংকে অনেকেই একই মনে করে থাকে। যা সম্পূর্ণ ভুল ধারণা
💠ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং (Freelancing) এর অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায় ফ্রিল্যান্সিং। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় ফ্রিল্যান্সার (Freelancer)
💠আউট আউটসোর্সিং কি?
আউট অর্থ বাহির আর সোর্স অথ উৎস। তাহলে আউটসোর্সিং অর্থ হচ্ছে বাহিরের উৎস।আউটসোর্সিং (Outsourcing) হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে বাইরের কোন প্রতিষ্ঠানের বা ব্যক্তির সাহায্যে করিয়ে নেয়া।

0 Comments